All, ছোট লিখা

প্রেমের লক্ষন

আজকের এই সন্ধা, কোমল আকাশ, মিষ্টত্ব ভরা স্নেহময় হাওয়া আমার মনকে করে তুলেছে অতল সাগরের ঢেউ এর টানে উপচে পড়া পানির মতো। আজ আমার মন কেন কোমলতার স্পর্স পেতে চায়। আজকের আবহাওয়া কেন এত ভালোবাসাপুর্ন!!! হায়!! মন কেন আজ হাতের মুঠোয় বন্দি থাকতে চায় না!! হঠাত কেন এই মন এই বাতাসে মিষ্টি গন্ধ পায়!!

Facebook Comments