All, ছোট লিখা

তুমি সেই নারী

সন্ধ্যার আকাশে প্রেম তবু নিমিত্তে অন্ধকারের পথে
গোধুলির মনোরম স্পর্শ কবির মনের রথে।
কবি কেন আজ মৌন হয়ে উৎফুল্ল হাওয়ায় নিজেকে ভাসিয়ে দেয়?
শিল্পী কেন আজ তুলি হাতে উজ্জ্বল চোখে প্রেমের ছবি আঁকে ?
তুমি সেই অপরূপ রমনী যার পদচারনায় সময়টুকুও থমকে যাবে! 
হয়ত তুমি কোন অপ্সরা নয়তো ডানা কাটা পরী, যার স্পর্শে লাভাও শীতল রূপে সাজে।

Facebook Comments